ঘুম থেকে জেগে উঠার পর সুন্নাত কাজ কি কি
| ঘুম থেকে জেগে উঠার পর সুন্নাত কাজ কি কি |
ঘুম থেকে জেগে উঠার পর সুন্নাত কাজ কি কি
ঘুম থেকে উঠার সুন্নাত পদ্ধতি কি কি ।
১ ঘুম থেকে উঠে তিন বার ‘আল-হামদু লিল্লাহ’ বলে উভয় হাতের তালু দ্বারা চোখ ঢলা।
২ ঘুম থেকে উঠে কালিমায়ে তাইয়্যিবা পড়া।
৩ ঘুম থেকে জেগে উঠার দো’আ পাঠ করা-
الْحَمْدُ لِلَّهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُوْرُ
অর্থঃ ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের মৃত্যুর (ঘুমের) পর জীবন দান করেছেন এবং তাঁর দিকেই প্রত্যাবর্তন।
৪ মিসওয়াক করা।
৫ দুই হাত তিনবার ধৌত করা।
৬ নাকে তিনবার পানি দেয়া।
এই সম্পর্কে ভিডিও দেখতে ক্লিক করুন
Post a Comment