পানি খাবার খাওয়া সুন্নাহ পদ্ধতি কি
![]() |
পানি খাবার খাওয়া সুন্নাহ পদ্ধতি কি |
পানি খাবার খাওয়া সুন্নাহ পদ্ধতি কি
১. পানি পান করার সময় ‘বিসমিল্লাহ’ বলে পান করা। আর শেষ করে ‘আলহামদুলিল্লাহ’ বলা।
২. কমপক্ষে তিন শ্বাসে পানি পান করবে এবং প্রতিবার শ্বাস ছাড়ার সময় পান পাত্র থেকে মুখ সরিয়ে নিবে।
৩. ডান হাতে পান করা। পান পাত্রের ভাঙ্গা দিক দিয়ে পান করবে না।
৪. পানি দাঁড়িয়ে পান করবে না বরং বসে পান করবে।
৫. ওজু করার পর পান পাত্রের অতিরিক্ত পানি কেবলামুখী হয়ে পান করবে। এতে বিভিন্ন রোগ হতে আরোগ্য লাভ করবে।
৬. যিনি পান করাবেন তিনি সর্বশেষ পান করবেন।
৭. পানীয় জিনিস নিজে পান করে অন্যকে দিতে হলে সর্বপ্রথম ডান দিক থেকে দেয়া। তারপর ধারাবাহিকভাবে সবাইকে পান করনো।
৮. পান করার পর আল্লাহর প্রশংসা করা।
এই সম্পর্কে ভিডিও দেখতে হলে ক্লিক করুন
Post a Comment