ঘরের নফল নামাজ আদায় করার ফজিলত কি
![]() |
ঘরের নফল নামাজ আদায় করার ফজিলত কি |
ঘরের নফল নামাজ আদায় করার ফজিলত কি
‘একজন ব্যক্তির সর্বোত্তম সলাত হচ্ছে ঘরে, ফারদ সলাত ব্যতীত।
নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হাদীসে আরও বর্ণিত রয়েছে,
‘একজন ব্যক্তির নফল সলাত আদায় করা (এমন জায়গায়) যেখানে কেউ তাকে দেখতে পায় না, তা পচিশগুন বেশী ঐ সলাত থেকে যেখানে লোকেরা তাকে দেখতে পায়। এই সুন্নাহটি দিনে রাতে অনেক বার পুনরাবৃত্তি হয়ে থাকে। একজন ব্যক্তি তার ঘরে (নফল) সলাতগুলো আদায় করতে পারে সুন্নাহকে পূরণ এবং তার আযর বাড়ানোর জন্য।
নফল সলাতগুলো ঘরে কায়েম করার মাধমে- প্রশান্তি এবং ইখলাস বৃদ্ধি করতে পারে। লোক দেখানো থেকে দূরে থাকতে পারে। তার ঘরে আল্লাহর রহমাহ নাজিল হয়। শয়তানকে দূরে রাখে।
বহুগুণ সওয়াব লাভ হয়, যেমন ফারদ সলাত মসজিদে আদায় করলে বহুগুন সওয়াব লাভ করা যায়।
এই সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে ক্লিক করুন ।
Post a Comment